তুমিও ক্লান্ত আমিও ক্লান্ত মাঝে একটা ব্যাবধান ভ্রান্ত।
অনেকদিন ধরে ভাবছি পৃথিবীটা কবে হবে শান্ত।।
শিক্ষা আজ যেন মৃত্যুর মুখোমুখি
হয়তো এবার শুরু করবে অশিক্ষার সাথে দেখাদেখি।।
করোনা যেন সৃষ্টি করেছে এক অদৃশ্য মায়া
সবার মুখে তাই পড়েছে অন্ধকারের ছায়া।।
কর্মে আজ প্রকাশিত ধর্মের গুণাবলী
ধ্বংস করে জীবন হতে চাইছে তারা মহাবলী।।
অদৃশ্যের সাথে দৃশ্যের লড়াই
তাও দেখি দৃশ্য করে নিজের শক্তির বড়াই।।
মুক্ত হবে আকাশ মুক্ত হবে বাতাস আর থাকবে শুধু পাখির কলতান
এইভাবে হবে ধ্বংস অহংকারীদের মান সন্মান।।
পৃথিবী আজ পরতে চলেছে নূতনের বেশ
তৈরী হবে সুন্দর পৃথিবী অমানবিকতার হবে শেষ।।