ওরে ও বড়লোকের ছেলে
হিংসে করিস তারে দেখতে পেলে
বাপের টাকায় আড্ডা মারিস
ওই পবিত্র মাঠেতে ।
ওরে ও বড়লোকের ছেলে
বিকেল হলেই মাঠে বসে
পরনিন্দা পরচর্চায় লিপ্ত থাকিস
অহংকারে বুক ভাসিয়ে
মদের ফোওয়ারাতে ॥
ওরে ও বড়লোকের ছেলে
বাপের টাকায় বিড়ি কিনিস
কিনিস ছেঁড়া কাটা রংবেরঙের জিনস্
কষ্ট
করলে বুঝতিস তোরা
কেমন করে আসে ওই জিনিস ॥
ওরে ও বড়লোকের ছেলে
অমানবিকতার বুলি আওড়ে
মনে হচ্ছে হতে চাইছিস কি হিরো ?
দেখবি তোদের অহংকারে
একদিন না একদিন নত হবে তোদের শিরও॥
ওরে ও বড়লোকের ছেলে
ছিলোনা একটা ভালো সাইকেল
ছিলো না পরার একটা ভালো জুতো
তখনতো বলতিস না কোনো কথা
তখন কোথায় ছিলো তোদের এই ছুঁতো ?।
ওরে ও বড়লোকের ছেলে
অহংকারী নয় যে তাকে বলিস অহংকারী
নষ্ট হবে তোদের এই ভ্রান্ত অহংকার
যখন জানবি জীবনের সারি
রূপ যৌবন টাকা কড়ি
এসবই তো দুদিনের ছড়ি ।
ওরে ও বড়লোকের ছেলে
কস্ট করি দিনেরাতে দুটি অন্নের জন্য
তোদের কথায় আজ যেনও মনটা হয়ে যায় বন্য ॥
ওরে ও বড়লোকের ছেলে
একটা কথা জেনে রাখিস করতে চাই সবার ভালো
অহংকারী বলেও মোটেও করছিস না ভালো
দেখবি একদিন না একদিন তোদের হোতে হবে কালো ॥
ওরে ও বড়লোকের ছেলে
করছিস কি এটা ভালো ? ......