হাট বসেছে  শনিবারে 
যেতে হবে ছিন্নমস্তা পেরিয়ে।।

দোকান বসেছে সারিসারি
করছে  সবাই ঘোরাঘুরি।।

ছৌ নাচের ওই তালেতে
প্রাণ জেগেছে হাটেতে।।

বাজছে মাদল বাজছে বাঁশি
নাচছে অনেক আদিবাসী।।

শুনবে যখন টুসু ও বাউল গান
মেতে উঠবে  মন ও প্রাণ।।

রাবন কাটার নাচেতে
প্রাণ এনেছে হাটেতে।।

মাটির পুতুল মাটির ঘোড়া
দেখতে পাবে জোড়া জোড়া।।

খাবার পাবে নানারকম
খেতে হবে ত্যাগ করে লজ্জা শরম।।

খাবার আছে পাটি সাপটা রুমালি রুটি
আরও পাবে খাসির মাংস বাটি বাটি।।

দেখবে যখন অনেক ধরণের খেলা
মনে পড়ে যাবে সবার ছোটবেলা।

আরো আছে দশাবতার তাস
দেখে হবে  নান্দনিকত্বের বাস।।