মেঘের কোনে মেঘ জমেছে
মনের কোনে কালি
ছেলে বেলার দিনগুলিরে
কেমন করে ভুলি।।
ছুটির দিনে বিকেল হলেই
খেলতাম লুকো-চুরি
আর সকাল বেলায়
খেলতাম সবাই মিলে গুলি।।
সবাই মিলে পুকুর পাড়ে
মাছ ধরার ওই খেলা
কেটে যেত ছুটির দিনের ওই
সারাটা দুপুরবেলা।।
আকাশ ঘিরে আবার দেখতাম
তারাদের ওই সারি
তাদের ওই কল্পনাতে স্বপ্ন
মনে ধরি।।
হারিয়ে যাওয়া দিনগুলিরে
ফিরে কি পাওয়া যায়?
হ্রদয়ের ওই অন্তরে
অতীতের ওই ছায়া গুলো পাই।।