আজ ভোরে উঠেই আকাশে বাতাসে শুনতে পেলাম তার গান 
মা যেন আসছে ধ্বংস করতে অপরাধীদের
মান সম্মান ।

ওরে আসছে মা ত্রিশূল হাতে করতে তোদের বধ
দেখি তোদের কত ক্ষমতা করিস কেমনে তার শক্তি কে রদ ।

লালপাড়ের ওই শাড়ী পরে পায়ে রাঙানো আলতে
আসছে মা নৌক চড়ে  শান্তির আলো জালতে ।

সাথে আছে কার্তিক, গনেশ, লক্ষী  ,সরস্বতী
দেখবো আজ সবাই মিলে মহিষাসুরের গতি।

অসুররেরা চারিদিকে করছে অনেক ছল
মা কে দেখেই ভেঙ্গে যাবে ওদের ওই বল ।

মহিষাসুর বলে মাগো কর না আর ছলনা
দাও মা ধ্বংস  করে আমার কামনা।

চারিদিকে ছড়িয়ে  রয়েছে অবলাদের
চিৎকার
মায়ের হাতে  হবে আজ অপরাধীদের সৎকার ।

হাতির পিঠে সিংহ নিয়ে দোলাই চড়ে  যাবে মা ঘর
আইরে সবাই মিলে চেষ্টা করি যদি হতে পারি তার চর।।