ওহে পুটির মা শুনলাম নাকি তোমার আবার একটা হয়েছে ছেলে।
কোথায় যে যাও, ওই সুনচ্ছ আহা কি সুন্দর কান্না মনে হয় যেন মেয়েছেলে।।
কি বলছ গো শুনতে পাচ্ছ না বাচ্চাটার কান্না।
আহা রাগছ কেন আমি তো দেখতেই এলাম তোমার ছেলেকে পান্না।।
শুনলাম তোমার স্বামী শঙ্কর নাকি আবার একটা বিয়ে করেছে।
তা আমার ছেলেকে দেখতে এসেছ না স্বামী নিয়ে কথা বলতে এসেছ।।
পোড়ার মুখি দেখছি তোর বেড়েছে অনেক বাড়।
দেখবি একদিন জুটবে না তোর মুখে মাড়।।
সে তুমি বলতেই পারো বুড়ি আমি বলি
শুকুনের অভিশাপে কি মরে গরু।
তার মানে তুই বলছিস আমি শুকুন আর তুই গরু।
তোরএত বড় আস্পর্ধা দাড়া তোর কাটব আমি ভুরু।।
তোর সাথে কথা বলে কোন লাভ নেই
তোর স্বামী যা করেছে ভালোই করেছে
আমার স্বামী বিয়ে করেছে তো ভাল করেছে, তাতে তোর বাপের কি লো।
লোকের প্রতি হিংসে করে আর মিথ্যে বলে তোর সারা জীবনটা গেলো।
পান্না তুই করলি এতো বড়ো অসম্মান
আজ তোর ভাঙবো মান ও সম্মান।।
তোর স্বামীর বিয়ে দিয়ে আনবো আবার বৌ
দেখবো এবার কেমন করে বাঁচায় তোকে কেও।
তোর তিনকালে গিয়ে এককালে ঠেকেছে তাও করছিস কুকর্ম
পালা এখান থেকে বুড়ি তোর অসৎ কর্ম আর হবে না সম্পূর্ণ।।