দিনে রাতে শুধু একটাই ভাবনা
এই বুঝি এল করোনা ।
রাত্রে শুনি দুটো
সকালে শুনি আটটা
এই বুঝি এল করোনা ।।
কেহ বলে সত্য ,
কেহ বলে মিথ্যে ।।
এইভাবে গুনি শুধু করোনার প্রহর
তাতেই আবার মাঝে মধ্যে এসে যায় জ্বর ।।
একটাই কথা, জানিস ওর নাকি করোনা হয়েছে
কি করে, শুনলাম ,তার নাকি খুব জ্বর এসেছে।।
শুনলাম সে নাকি কোলকাতা থেকে এসেছে
তাইতো গ্রামের লোক তাকে আলাদা করেছে ।।
ছেলেটা ভীষণ জ্বরে মারা গেলো করোনার ডরে
তথ্য এল নেই করোনা তার শরীরে ।।
অভদ্র সমাজের নিঃসঙ্গতা করল তাকে গ্রাস
তাইতো সে হারাল তার শ্বাস ।।
তাহলেতো ভাই সবার জীবন শেষ রে
চল সবাই মিলে আজ ধরি তার নাম রে ।।
যদিও আজ মোদের অদৃশ্য শক্তির সাথে লড়াই
মানতে হবে হার যতই করি নিজেদের শক্তির বড়াই ।।
তবু চলো আজ গাই তার গান
যদি প্রভু দেয় মোদের প্রাণ ।।