আমরা কি পেয়েছি স্বাধীনতা  ?
স্বাধীনতা! স্বাধীনতা! স্বাধীনতা!
কিসের স্বাধীনতা?

অর্থ দিয়ে কিনতে হয় আইনের মাথা
কিসের এই স্বাধীনতা?

অর্থের জোরে দোষী আজ নির্দোষ
নির্দোষ আজ দোষী।
কিসের এই স্বাধীনতা?

লড়াই করে  আনলো যারা স্বাধীনতা
রাজনীতি আজ ভাঙলো তাদের মাথা।
কিসের এই  স্বাধীনতা ?

চাটুকারিতার রাজ্যে আবার
কিসের স্বাধীনতা ?
নেই আজ স্বাধীনতা আজ শুধু পরাধীনতা।

ব্রিটিশ তাড়িয়ে মোরা পেলাম কি স্বাধীনতা ?
পেলাম শুধু রাজনীতির নৃশংসতা।

নেই মোদের সাথে বিনয়, বাদল ও দিনেশ
তাই তো আজ স্বাধীনতার দিন শেষ।

গরিব মানুষ পাই না খেতে
তাও দেখি রাজনীতি হয় রেশনের সাথে।

স্বাধীনতা আজ অর্থে কেনা 
রাজনীতির নৃশংসতা আজ তাদের ডানা।

অর্থ আজ স্বাধীনতার মাতা
রাজনীতি আজ স্বাধীনতার পিতা।
তাইতো নেই মোদের বাক স্বাধীনতা।

তাও দেখি চারিদিকে চিৎকার স্বাধীনতা! স্বাধীনতা!স্বাধীনতা