যদি ভালবাসা ভেসে আসে খুব ভোরে
রঙ্গিন পাখনা কিংবা চাদরে মোড়া স্মৃতির হাত ধরে
আমাকে তখন যেন ভুল বুঝো না।
যদি কখনো তোমার বাড়ির পাশ দিয়ে যেতে গিয়ে
শিস বেরিয়ে আসে আমার শুকনো ঠোঁট দিয়ে
আমাকে তখন যেন ভুল বুঝো না।
প্রেমের আব্দারে যদি তোমার উত্তর দিতে ভুলে যাই
সূর্যাস্তের লালাভ গেলাসে চুমুক দেই
আমাকে তখন যেন ভুল বুঝো না।
পাপড়িরা মনের জাইলেমে টান দিলে
যদি কখনো হাত ছুঁয়ে যায় নরম বোঁটায়
আমাকে তখন যেন ভুল বুঝো না।
দুরন্ত ক্যানভাসে যদি নীলা দিয়ে তোমার চোখ আঁকি
ভরাট করতে কাজল থেকে যায় বাকি
আমাকে তখন যেন ভুল বুঝো না।
বৃষ্টির ছাঁট লেগে যদি ভিজে যায় তোমার চুল
টুপ করে খসে পড়ে শিউলি ফুল
আমাকে তখন যেন ভুল বুঝো না।
বৃষ্টির ফোঁটা দিয়ে কিনে দেব সব
রং সব এনে দেব
হোলি খেলা হবে রাজহাঁসের সাথে
আমাকে শুধু ভুল বুঝো না।