বাসায় আমি এসেই
দেখি চোখ ঘসছে সোনা
ধরেছে সে এক বায়না
ভেঙ্গে গেছে তার খেলনা
এখুনি তাকে দিতেই হবে
মালা খুঁটি আর আয়না।
সুধাই তারে "কি করবি বল্ না?"
"পুতুলটাকে সাজাব আমি পেলে আয়না"
আর, সোনা বলে : "করব আমি রান্না"।
"বাজার থেকে আনতেই হবে
আয়না, রান্নাঘরের খেলনা
নইলে জানবে কান্না আমার আজকে থামবে না
রান্না করেই খেতে দেব, দেরি হবে না
স্নান করেই খেতে পাবে, পনির চিকেন
যদিও আমি মায়ের মত রান্না পারিনা"।
বলেই নিজে গড়িয়ে পড়ে
সোনার মুখে ছড়িয়ে পড়ে
হাসি হা হা হা হা হা...
হাসির মাঝে কাঁদতে থাকে
"বলছি আমি আমার প্রমিস
খেলাপ করি না"।।।