তোমার কথা শুনবো বলে অপেক্ষায়
তুমি যেখানে আছ সেখানে আছে ঈশ্বর
শয়তানের প্রকোপ থেকে এড়ানো দায়।
তোমার কথা শিখব বলে অপেক্ষায়
দেওয়ালের পরিবর্তন দেওয়াল লিখনের মত
উন্নয়ন দেখব বলে দাঁড়িয়ে আছি ঠায়।
তোমার কথা জানব বলে অপেক্ষায়
বিপ্লবের আগুন কোন বইতে পাওয়া যায়?
পাপের পাহাড় জমলে রাস্তা চলা যায়?
তোমার ভাষায় লিখব বলে অপেক্ষায়
বন্ধুগুলো টাওয়ারের দেশে চলে গেছে
কান্নাগুলোর একাকীত্ব মনকে দেয়নি সায়।
তোমার দেখা পাব বলে অপেক্ষায়
সভ্যতার বিকাশে বৃক্ষছেদন অমোঘ সত্য!
পিপাসার্ত, দাঁড়িয়ে আছি ক্লান্ত রোদে হায়।
তোমার চোখে শান্তির অপেক্ষায়
সবুজ মেঘের মৃত্যুতে পালিশ
ছায়াহীন মৃত্যুপুরীতে দাঁড়িয়ে আছি ঠায়।