আজ নারকেল গাছগুলো বড্ড নীচু
মোবাইল টাওয়ারটা বেশ হয়েছে উঁচু
রঙিন বিকেলের আলো আসে না মাঠে
শৈশবের বিকেল আজ টিউশনের পাঠে
বিল পুকুরের হাঁস উধাও আজ
কৈশোরের ক্রিকেট খেলা বন্দী করেছে কাজ
পর্যায় ঘিরে বন্ধ বাতাস উঁকি মেরে যায় কখনো
প্রেমের পাতায় আঁকিবুঁকি কাটি এখনো।
ব্যস্ততার মিছিলে পা মিলিয়ে উপাখ্যান
পুরাকথা গুলো প্রমিথিউসের সমান
ভীষন কাজের পরে ভুলের বোনাস
নিজের মৃত্যুদূত এড়াতে পারে কি ক্রোনাস?
কালকের ইতিহাস ঋনী রয়ে গেছে
নেক্টর স্রোত ধমনীতে আজো বইছে।
ক্ষয়ে যাওয়া সময় তাই স্থির পড়ে আছে
ভুল করে কেউ অপবাদ দেয় পাছে।