সবুজ ঘাস আর ফড়িঙের কোলাহল
পার্কের দোলনায় কচিকাঁচাদের দোল,
ফুলের শারদীয় সাজে রং বাহার
তুলো গুলো ছড়িয়েছে মেঘের প্যান্ডেলে।
পাতার সবুজ আবির মিশে গেছে সূর্যের লালে
স্লিপারের খুশি গড়াগড়ি খায় শিশুদের গালে!
প্রাচীর টা যেন ছড়াচ্ছে আভা ওপারের রাস্তায়
সমীরণ বৃষ্টি ভেজা শীতল স্পর্শ ছুঁয়েছে কপাল
পাখিদের ক্যাকোফনি সুরেতে মাতাল!
সিটগুলো ভর্তি অপেক্ষমান চোখে
ঠিকরানো খুশির ঝিলিক চলকে ওঠে
পাঁচটি বক হয়েছে বিমান, অপেক্ষার আকাশে
প্রজাপতিদের ওড়াউড়ি আচয়ী হয় ফুলেল সুবাসে
সবুজের তাজা ভাব আনন্দ মাঠে।
হাসির প্রহর কেটে গেলে
অন্ধকার গুঁড়ি মেরে আসে
নিয়ে যায় হরস ছোঁয়া গুলো
নামতা গোনার আবার শুরু, আবার পাবো কবে
আমার বিষাদ, একাকীত্ব তোমার খুশির শরিক হবে।