মানুষের মনের কাছে দাঁড়ালেই টের পাওয়া যায়
মানুষের বুকে কত টন যন্ত্রনা
কারুর পক্ষেই জানা সম্ভব নয় কতটা যন্ত্রনা বুকের মধ্যে
একটা দরদী মন নিয়ে নদীর পাশে দাঁড়ালে কান্নার শব্দ শোনা যায়
এক বিশাল লাইব্রেরীর বইভান্ডারের মত থরে থরে সাজানো
অভিমান, বিষন্নতা, দীর্ঘশ্বাস
লাল দগদগে ঘা, ধূসর কিংবা পাথুরে দুঃখ
রোজ বয়ে বেড়ায় একেকটি মানুষ।
প্রতিটি গাছের থেকে কত পাতা ঝরে রোজ
কত যন্ত্রনা একেকটি মানুষ ঢেকে রাখে রোজ
কেউ জানতেই পারেনা কত গভীর যন্ত্রনার
ব্যথিত ইতিহাস গোপনেই থেকে যায়
প্রেমের মৃত্যু, মনের মৃত্যু, পাতা ঝরা
বরফশুভ্র ট্র্যাজেডির গাথা মহাকালিক
মানুষ হয়ে মানুষের মনের কাছে দাঁড়ালেই টের পাওয়া যায়
শোনা যায় বান ডাকার শব্দ, বৃষ্টির টুপটাপ ঝরা
মানুষের কাছে দাঁড়ালেই যন্ত্রনারা দেয় ধরা।