উড়তে উড়তে নিজের অজান্তেই পাখি
মাইলের পর মাইল দূরে চলে, বিশ্বাস থাকে ডানায়।
বিশ্বাস থাকে মায়ের আঁচল পেতে ফেরার
প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকবে ছাতিম।
স্বপ্ন ছোঁয়ার প্রতীক্ষায়, আকাশে ডানা মেলে
মাটির পৃথিবীতে দানা খুঁটে খেতে চায় বলেই
আকাশে ডানা মেলে নির্দ্বিধায়...
এত শক্তি, এত জেদ পায় কোথায়?
যোদ্ধপাখি মহড়া চালায়, স্থির বিশ্বাসে ভরসা পায়।
কখনো বা দল বেঁধে সারিতে ধাপে ধাপে
প্রেমের প্রখর উত্তাপে।
কখনো বা ঝিরঝিরে বৃষ্টি নামে,নৈসর্গিক সুখ ভাসে
ঝড় জল কিংবা শীতের মাসে।
সময় বাঁধা থাকে ছাতিমের ডালে
যোদ্ধা পাখি উড়ে চলে, উড়েই চলে
হৃদয়ের মাঝে প্রত্যয়ের গান-
আবার আসবে সময়, কেটে যাবে দুঃসময়
ভরসা থাকুক বিশ্বাসী ডানায়, যে সয় সে রয়।
মারণযজ্ঞ, সন্ত্রাস চিরন্তন নয়।
দিগন্তে উঠছে সূর্য, কেটে যাবে ভয়।
যে পাখির স্বপ্ন থাকে, সে ছাতিম গাছ খুঁজে নেয়।
অবশেষে যাবতীয় লড়াই শেষে, যোদ্ধাপাখির
জীবন কথা মিথ হয়ে যায়
সেই ইতিহাস লেখা থাকে ছাতিমের পাতায় পাতায়