রক্তজালিকার প্রাচীর ভেদি শ্বেতকনিকার ফ্যাগোসাইটোসিস
এ লড়াই রক্ষার, এ লড়াই অস্তিত্বের
এ লড়াইয়ের চেতনাতে সুরক্ষার বীজ
বেঁচে থাকা দেহে তবে কেন অনাসক্তি
মন কেন তবে দুয়ার দিয়েছে এঁটে
শোষণজাল ভেদ করার ক্ষমতা হারিয়ে
নিশ্চিন্ত চিত্তে মেনে নেয় সমাজের গ্যাংলিয়ন?
কাস্তে টা আজ জং ধরে গেছে, বন্ধু
গাছের গায়ে আজ শ্যাওলা জমেছে, বন্ধু
পথের দাঁত গুলো ক্ষয়ে গিয়ে ফোকলা গ্বহর, বন্ধু
বিদ্রোহী যুবক নেশা করে লাশকাটা ঘরে, বন্ধু
কুঁড়ি স্বপ্নেরা পোকা লেগে ঝরে যাচ্ছে যে, বন্ধু
শিরদাঁড়া ভেংগে গেলে মেরুদন্ডীর বদনাম
মাটির যে সুর, তার নাম বন্দেমাতরম্
প্রগতি আন্দোলনের নাম বন্দেমাতরম্
গ্যাংলিয়নের ঔষধ হল বন্দেমাতরম্
স্বাধীনতার মন্ত্রের নাম বন্দেমাতরম্
আর একবার জেগে ওঠবার নাম বন্দেমাতরম্।