বহুদিন পর জীয়নকাঠি বুলিয়ে দিল প্রেম
নস্টালজিক আঁকশি বাড়িয়ে যেন দিল ফ্রেম
যাতে আঁকা আছে ইউনিভার্সিটি দিনগুলো
বাদামতলা দিয়ে হেঁটে যাওয়া পথে কবিতা
মোরাম পথে ছড়ানো ঘন আবেগ; সবই তা
ছিল তোমাকে ঘিরে।
ঘুর্নিঝড় আসে ফিরে
মাঝেমধ্যে ইকো পার্কের দিক থেকে ভেসে
স্মৃতিলোভী কামনারা বেশ অনুভবে মেশে।
ধাতব হৃদয় বিক্রিয়া ঘটায় ক্ষারীয় অক্সাইড
দহনের জন্য চিতায় ধর্মান্ধদের চাপাই
যাদের বিষবাষ্পে প্রেম হয়ে যায় ছাই!
বহু আলোকবর্ষের ওপারে থাকা প্রেম
উপেক্ষা করে সেন্সর কাঁচি
উঁকি দেয় বলে আজও বাঁচি।
নির্বাসিত করে ও তৃষ্ণার্ত কিশোরবেলা
সাধ মেটেনি ওদের : পারিনি পরাতে
প্রেমকে সেদিন পোশাক : রাতের বেলা
স্বপ্ন আসে তাই সোনার কাঠি হাতে।
বহুদিন পর জীয়নকাঠি বুলিয়ে দিল প্রেম
আশাহত মনে স্ফুলিংগ জ্বেলেছে ঠিক
ক্যামেরা তাই মোরাম মাটিতে করেছে ক্লিক!