ফিরে আসতেই পারি ফিরবার কথা ভেবে
যেখানে সুখ আছে সে পথে ফিরতে লজ্জা নেই
যে ঘরে ফিরে এলে সোহাগের বাতাস পাওয়া যায়
শত বাধা-বিপত্তিতেও আমি ফিরতেই পারি
শুধুমাত্র আমাকে ফিরে পেতে চায় যারা
তাদের ফেরাই কোন অহ্ংকারে
যদিও এই মনের কাছে কৈফিয়ত চায়নি কখনো
কোন দেবালয়ে ফুটে ওঠে হারানো ইশ্বর
কেন ঘরছাড়া মন নিজেকে ইশ্বর ভাবল না
অন্তত এক গৃহস্তের নিত্য বিশ্বাসে
বোঝাতে পারল না চলে গেলেও ফিরতেই হবে
অচেনা পৃথিবী আর অচেনা ঘর এক নয়
ফিরে আসতেই পারি ফিরবার কথা ভেবে
মনের মাঝে লুকানো নিজের হাজার শবের কাছে
নিজের কাছে নিজের হয়েই বাঁচতে