(২৩)
চাষি মরল ভরা রোদে মাঠে
চাষির বউ কেঁদে বালিশ ভেজায়
পাড়াপড়শির ফিস ফিস গালগল্প
হরিবোল বলে মরা কাঁধে ওঠায়
খরার মাসটা এ অফিস ও অফিস ঘুরে
জুতোর সুকতলা গেল ক্ষয়ে
পাটের জমিতে জল পায় নি এক ফোঁটা
কারা যেন আল গেঁথে দিয়ে ছিল উঁচু করে ।।
(২৪)
আমি গরু - সময়ে অক্ষর জ্ঞান হয় নি
আমি গাধা - আমাকে বোকা বানিয়ে মোট বওয়াতেই পার
আমি কুকুর - প্রভুর ইঙ্গিতে লেজ নাড়ি
আমি বেড়াল - এঁটো কাটার উপর খুব নজর
আমি গণ্ডার - আমার চামড়া রৌদ্রজ্বালায় পুড়ে গেলেও আমি অনুভব করি না
আমি ইঁদুর - বিপদের গন্ধ পেলেই পালানোর রাস্তা খুঁজি
আমি খচ্চর - অসভ্যতা শরীরের রন্ধ্রে রন্ধ্রে ।।
(২৫)
আমাকে মারবেন না – আমি ভিতুর ডিম
আমাকে মারবেন না – আমি অন্যায় দেখেও অন্ধ
আমাকে মারবেন না – আমি ঠুঁটো জগন্নাথ
আমাকে মারবেন না – আমি বোবা কালা
আমাকে মারবেন না – আমি খোঁড়া পালাতেও পারি না
আমাকে মারবেন না – আমি বিষদাঁত হীন
আমাকে মারবেন না – আমি ফোঁস করতেও পারি না
আমাকে মারবেন না – আমি চাল চুলো হীন
আমাকে মারবেন না – আমি বেঁচেও ঘাটের মরা ।।