কোথা থেকে এসেছে,
কেউ জানেনা সন্ধান।
আবর্জনার ধারে ;রাস্তার পাশে,
ওরা বর্তমান।
কেউ কাগজ কুঁড়োয়,
কেউ বা অন্য কিছু।
একবেলা জোটে কি জোটে না,
পেট খালি নেই বারোমাস।
সময়ের সাথে সাথে ,
বেড়েছে ওদের সাম্ৰাজ্য।
ফুটপাথেই নতুন ফুটপাথ
নিয়নের আলোয় নেশাতুর রাত।
গভীর রাতে চোখের কোলে ,
গড়িয়ে পরে না জল ,
অবচেতন মনে।
জোৎস্না ভেজা শরীরে,
প্রকৃতির নিচ্ছিদ্র পাহারায়
বন্দী নয় ঘুমের বড়িতে ,
নিদ্রিত দুটি নয়ন।
কাঁচের জানালায় ইটের পাঁজরে ,
দুমুঠো সুখের মিছে অন্বেষণ ।।