নিজস্বতা বলতে
ওইটুকুই;
পরাশ্রয়ী
মুখে রক্ত ওঠে উঠুক
চাটুকাবৃত্তি ,
ভয় !
রঙ বদলায় গিরগিটি
না থেকেও আছে দেয়ালের কান
রক্তের ফোঁটা আঙুলে
রাতের ডিনারে কচি পাঁঠার মাংস
ছড়িয়ে ছিটিয়ে
ভোরের আলোয় আমি সরীসৃপ।