নাড়ী একটাই, সময়ের ব্যাবধানে,
সহ্য করেছিল বেদনা।
সৃষ্টির নিয়মে, বৈষম্য ছিলো না স্তন দুটির ,
রঙ বদলায় নি দুধের ,
পার্থক্য চাহিদার ।
দুটি মাথা একই বক্ষ
কালস্রোতে,মাথা ছাড়িয়েছে বক্ষের অক্ষ,
রক্তকে রক্ত, করেছে লক্ষ্য,
ইতিহাস সাক্ষী,
মাটি খুঁড়ে পাওয়া যাবে,
রক্তের পচা গন্ধ ।
লালায়িত চোখ রক্তের খোঁজ,
প্রথম রক্ত স্রোতের গন্ধ নেই ,
সারা শরীরে ,শিরা- উপশিরায়?
শুনতে কি পাও চিৎকার ?
চিন্ চিন্ করে, শিরা- উপশিরা ?
হয়তো করবে না!
সেইতো কবে ...
লালসার চোখে,
রক্ত এখন ঘন ।।