টালির চাল,
ঘরেতে আকাল,
দুধের শিশু কাঁদে।
ঘরে ঘরে, দু হাত জুড়ি,
স্বপ্ন দেখাও তুমি !

লক্ষ বেকার ,
করে হাহাকার,
বাঁচবে ভালোবেসে,
দু হাত তুলে,
ভুল ভাঙাতে,
স্বপ্ন দেখাও তুমি!

চোখ চিক চিক,
মুখটা মলিন ।
সারাদিনেও বেচেনি  ,
একটা খেলার হরিণ ।
দু হাত তুলে,
দু চোখ জুড়ে
স্বপ্ন দেখাও তুমি !

ধর্ম বর্ণ নির্বিশেষে ,
সর্বনেশে ।
এ এক পাগল কবি ,
স্বপ্ন দেখাও তাকে ও তুমি ।

শান্তিতে -বিবাদে ,
মৃত্যু _  চুরিতে ,
লুকিয়ে ,
ধরা পর পাছে ,
ভুল ভাঙাতে,
দু চোখ জুড়ে
স্বপ্ন দেখাও তুমি !

কখনো লাল বাতিতে,
কখনো এঁদো বস্তিতে ,
শত মানুষের কোলাহলে ,
আছো তুমি দাঁড়িয়ে ।
হাসি মুখে ,হাত নেড়ে ,
স্বপ্ন দেখাও তুমি !
দু হাত তুলে ।

যদি হয় জোরে কথা ,
পাও তুমি মনে ব্যাথা ।
সময় সুযোগ বুঝে ,
চুপিসারে,
শিকারী যেমন ধরে,
শিকারকে অগোচরে ।
ভুল ভাঙাতে,
দুহাত তুলে,
দুচোখ জুড়ে
স্বপ্ন দেখাও তুমি !
অবহেলে।

তুমিই ধর্ম ,তুমিই কর্ম।
যে জন বলে, নিত্য দিন ।
হাওড়া হয়ে হাবড়া গেলে,
বাক্যহীন ।
ভুল ভাঙাতে ,
দুহাত তুলে,
স্বপ্ন দেখাও তুমি,
নিত্যদিন ।

তুমিই হুঙ্কার ,
তুমিই শীৎকার,
তুমি মিষ্ট,
তুমি তিক্ত,
তুমি সিক্ত,
তুমি অসহ্য ।
পাগল কবি ,
তোমায় নিয়ে আশ্চর্য্য !

স্বপ্ন দেখাও তুমি !
অবহেলে  ,
স্বপ্ন দেখাও তুমি !
দু চোখ জুড়ে ।।