গন্ধে গা গুলিয়ে;
বমি আসে ।
আঁস্তাকুড়ই সম্বল।
দিন -রাতের ফারাক বোঝেনি,
এলোমেলো আঁচল।
খাঁজ গুলো স্পষ্ট, শরীরটা পচে নি ।
চামড়া তো ;
ধুয়ে নিলেই রোজ নতুন,
গন্ধে আসুক না বমি ।
পা গড়িয়ে রক্ত পরে ;
পেটটা ফুলেছে।
আকাশভেদী চিৎকারে ,
নীরব দর্শকের সমাহারে ,
কে খুজবে তাকে ?
শরীরে যার ! ওর গন্ধ লেগে আছে ।