পাশাপাশি বসে আছি দুজনে
পড়ন্ত বিকেলের
আলোয় রাঙিয়েছে তোমার মুখখানি
শুধু মুগ্ধতা শুধুই মুগ্ধতায়
অপলক দৃষ্টিতে চেয়ে থেকেছি।
চাওনি চুম্বন স্পর্শে হয়ে উঠতে রমণী !
দূরে ঠেলে দিয়েছো,
আজ নয় অন্য একদিন অন্য সময় ।
যেমন যায় না বোঝা শান্ত নদীর গভীরতা
তেমনই বুঝিনি তোমার মনের ব্যঞ্জনা।
যদি কখনো থমকে যাও এ পথের বাঁকে
বেল ফুলের গন্ধে ,খোঁপায় গুঁজে নিও
সারা শরীরে তোমার গন্ধ লেগে থাকবে ।।