আজ বাজাব না ঘন্টা
ওর হারিয়ে যাবে চিৎকার
আজ থাক উপোস
রক্ত মাংসের পেয়েছে ভোগ
আজ খোলা থাক দোর
দমকা হাওয়ায় খোলে যদি চোখ
মেঝেতে দেবো না জল
ধুয়ে যাবে বীর্য সব
আজ করাবো না স্নান
রক্তের ছিটে হবে জল
আজ হবে না আরতি
উবে গেছে কর্পূর
আগুন নিভন্ত
আজ জ্বালবে না দীপ
পুড়েছে বুক শুষেছে ঘি
বিশ্রাম নিক ।
আজ হবে না বিল্ব পত্রাঞ্জলি
ভিজে মাটিতে হোক অঞ্জলি
আজ মাথা ঠোকাতে দুয়ারে
আসবে না কেউ,
ভেঙেছে ভুল পড়েছে ঝুল
পাথরে শ্যাওলা
তুমি একলা ।
শুধু এক কিশোরী
এনেছে পূজার ডালি
ভয়হীন বহ্নি চোখে
এলো চুলে ত্রিশূল হাতে
বিনাশকালে ...
যা দেবী সর্ব ভুতেষু শক্তি রূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমহঃ।।