বোঝাপড়া সামনা সামনি হলে
এতো ভণিতার দরকার ছিল না ।
আড়াল থেকেই...
দু দণ্ড শান্তি দিচ্ছে না ।
চেষ্টা করেছি গুরুত্ব না দেবার,
না তা হবার নয় ।
ও দুর্বলতা বুঝে গেছে ,
তারাই ফাঁদে ফেলছে বারবার ।
ভরদুপুর হোক আর মাঝরাত নিস্তার নেই ।
বোঝালেও বোঝে না
কোনো কিছুতেই শান্ত হয় না
একটা শেষ পরিণতি ওর চাই
কিন্তু কি সেই শেষ পরিণতি ?
সেটাও পরিস্কার নয়
নিকট পরিজনের সহানুভুতির
পলেস্তারার ঘ্যান ঘ্যানে গল্প,
ক্রমাগত তোবড়ানো টিনের কৌটোটাতে
সে ভাবে আর শব্দ হয় না ।
এক কোনে পরে আছে
তাতেও নিস্তার নেই ;
আগেই বলেছিলাম কাঁচের জার থাকতে টিনের কৌটো কেনো?