ইচ্ছে গুলো ছন্নছাড়া
বাঁধন হারা
সব বলেছি তোমায়
তুমি কেমন অন্যমনা।
ফুচাকা ওয়ালা ঠাঁয় দাঁড়িয়ে
পাড়ার মোড়ে
তেঁতুল জলে বেজায় নুন
তুমি কেমন পথভোলা।
মেঘের গায়ে বৃষ্টি লেগেছে
দমকা হাওয়ায় চুল উড়েছে
তুমি কেমন খোঁপায় বাঁধা।
সাইকেল চেন পড়ছে মিছে
তোমার বাড়ীর দেয়াল ঘেঁষে
একলা ছাদ একলা পেয়ে
নিচ্ছে তোমায় আদর করে
তুমি কেমন দিল দরিয়া।
কোচিং ক্লাসে মুখোমুখি
চোখ গিলছে কলম কালি
তুমি কেমন ওড়না ছাড়া।
আজ না হয় কোচিং ক্লাস
ডুব দিয়ে যাই বাবুঘাট
হোক না তোমার প্রথম প্রেম
ক্রিং ক্রিং ইশারাই
তুমি কেমন বাক্য হীনা।
সত্যি বলছি তিন সত্যি
তোমায় আমি ভালোবাসি
তুমি কেমন হৃদয়হীনা।