শত সহস্র বছর বিনিদ্র পাহারায়
মজ্জায় অস্তি আতঙ্ক
আতঙ্ক !
কোনো শিশুর আর্তনাদের শব্দ
না কি!
কোনো যুবতীর অসহায়তার সুযোগ
হয়তো বা কোনো কৃষকের বিধবার ঠোঁটে কামড়ের ব্যাথা
ঠিক কি ?বুঝতে পারি না !
স্ত্রোতবাক্যে নিথর শরীরের দোল ...
পেন্ডুলাম
চাঁদ আসে চাঁদ যায় জোৎস্না দেখি কই
চোখের পাতায় অনেক ঘুম...
অক্ষি গোলক স্থির
...সময় আর আমার মধ্যের দূরত্ব হাঁ করে; গিলছো
ছায়াটা ক্রমশই ছোট হচ্ছে।।