বসেছে মেলা হাটবাজারে
বসেছে মেলা ভাই,
বিকিকিনির হরেক মজা
সময় বাধা নাই।
কেউ বা আসে সকাল বেলা
কেউ ফেরে তা বিকেলে,
কেউ বা মাথায় ঘোমটা টেনে
নাচছে প্রেমের বাজারে।
প্রেম বিনোদন যায়রে পাওয়া
নয়তো মেলে মূল্য দিয়ে,
প্রেমানন্দের উদয় হলে
জলদি হাঁটো প্রেম বাজারে।
ঐ দ্যাখো যায় জগাই-মাধাই
নয়কো একা হাটবাজারে
দলবেঁধে সব বিকায়-কিনায়
বিনামূল্যে প্রেমের টানে।
হাটবাজারের জমজমাটি
ঘিরে আছে জনজোয়ারে,
জায়গায় বসতে জাগলে আশা
ডুবে মরো প্রেম নদীতে।
ঘুম ভেঙে ভাই সকাল বেলা
দৌড়ে গিয়ে নৌকা টানো,
পরবেলা আর নয়কো সোজা
যৌবনে সব আটকে রাখো।
বসেছে প্রেমের হাটবাজার ভাই
কি মজাদার হাটবাজার!
কোচবিহার,01.06.21