হঠাৎ করেই না পারলে খুঁজতে শুরু করো
তুলে রাখা একখানি বই বাংলা শব্দগুচ্ছ ,
ক-দিয়ে বা ম-দিয়ে সেই শব্দ প্রকরন
না পেলে সেই শব্দখানি সময় অকারন ।
কি-বা অর্থ কি-বা মানে গম্ভীর্য মনোভাব
খুলেছো কি হিসেব করার মন-অভিধান ?
একটি কি বা দশটি অর্থে সীমাবদ্ধ বই,
হাজার অর্থ লুকিয়ে রাখে নিজের মন বই ।
ভাবনা থেকে শব্দ খোঁজা অর্থ চিন্তা মাঝে,
পরিচর্যা কলকাঠিতে উত্তর উঁকি মারে।
একবারে না ভেবে বরং, বারংবারের পর
একে একে বাইরে আসে অজানা উত্তর।
অন্তহীন শব্দঝুলি সকল মাঝে রয়,
একে একে পরিচর্যায় তাহা বাহির হয়।
নিজের মাঝে না খুঁজে যে খোঁজে লোকধান !
মূর্খ, লোকে কয় তাহাকে চিহ্নিত অভিধান।