তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা,
তোমার জন্য সকল গোলাপ আর রজনীগন্ধা।
তোমার জন্য হাজার তাঁরা, তোমার জন্য চাঁদ,
তোমার জন্য সুখ কুড়নোর অযুত কোটি ফাঁদ।
তোমার জন্য রংধনু আর আকাশ ভরা নীল,
তোমার জন্য সকল পাখি, দূরের ঐ গাঙচিল।
তোমার জন্য বৃক্ষ-তরু, তোমার জন্য ছায়া,
তোমার জন্য ভালোবাসা, মমতা আর মায়া।
তোমার জন্য রোদ, বৃষ্টি, তোমার জন্য ঝড়,
তোমার জন্য সকল প্রাসাদ, তোমার জন্য ঘর।
তোমার জন্য গাছের ডালে পাখির লুকোচুরি,
তোমার জন্য নাটাই, সুতো, হরেক রঙের ঘুড়ি।
তোমার জন্য বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা ফুল,
তোমার জন্য আনমনে করি হাজার ভুল।
তোমার জন্য লেখক আমি, তোমার জন্য কবি,
তোমার জন্য (শিল্পী হয়ে) রংতুলিতে আঁকি তোমার ছবি।