হাসতে ভালো লাগে আমার হাসতে ভালো লাগে
হাসির কোন কথা হলেই হাসি সবার আগে।
তাই, হাসি দেখে মত্ত হলে করার কিছু নাই
হাসির মাঝেই দুঃখ কষ্ট লুকিয়ে রাখি ভাই।
হাসি মাখা মুখ দেখতে কার না লাগে ভালো?
হিংসুকেরা জ্বলে মরে, মুখ খানি হয় কালো।
হাসির মাঝেও দুঃখ থাকে কেউ তো বোঝে না
দুঃখ কষ্টের কারন গুলো কেউ তো খোঁজে না।
কষ্টের মাঝে সুখ আছে আল্লাহ তাআ'লার বাণী إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
তাই তো কষ্ট পেলেও কষ্ট হয় না, সুখ বলেই মানি।
দুঃখ কষ্টেও তাই তো আমি সুখের নদে ভাসি
তাঁর সন্তুষ্টি চিত্তে আমি পরান ভরে হাসি।