আযান শুনে এখনো কেন আছো তুমি শুয়ে?
বয়সের ভারে এখনো তুমি যাওনি তো ভাই নুয়ে।
তবে কেন এই অধীনতা হায় নিজ নফসের কাছে?
ভুলে কি গিয়েছো ওহে পরকাল বলে কিছু আছে?
ভুলে কি গিয়েছো যৌবনের ইবাদত প্রিয় আল্লা'র কাছে?
হয়েছে কি তব দগ্ধ হওয়ার সখ, নরক শিখার আঁচে?
ও ভাই, খনিকের এই আরাম-আয়েশ এক্কেবারেই মেকি
আসল হলো পরকালে সবচেয়ে বেশি নেকি।
তাই, জেগে ওঠো হে যুবক, দেখাও তুমি জেদি
ছিড়ে ফেল তব নফসে পরা লোহার শিকল বেদী।
ওযু করে চলো মসজিদে যায় আযানের ধ্বনি শুনে
ফেরেসতারা লিখবে নেকি, প্রতি কদম গুনে গুনে।
চলো, নামাজ পড়ে খোদার রাহে করি মোনাজাত
তিনি যেন মোদের তরে লিখে দেন নাজাত।