যখন দুপুর এসে ভর করে
আমি বিষাদ;
উষ্ণ বিষন্ন নীল পারদের থার্মোমিটারে
বাড়তেই থাকা
ডান কাধে একলব্য
বাঁ কাধে নৈবচ নৈবচ
আর হালকা জমা মেঘ ভাব
সিলিঙের পাখার তালে পাক খায়
যখন ভর করে রাত
আমি একা;
প্রতিটা দিনের মত-
রাত ঘুমের প্রস্তুতি সম্পন্ন করি
মাথার নিচে করুনা গুঁজে নেই
চিন্তা জড়িয়ে শরীরে
নিজেকে উষ্ণ রাখি
তারপর আঁধারের ফাঁদে সোপে দেই
অবসাদের ঘুম