বাইরে বৃষ্টি ভরপুর
জানালা স্তব্ধ দাঁড় কাক;
তোমার ক্যাম্পাস জুড়ে আহবান,
তুমি টলটলে খাস পুকুর
ভেজা ঝাউপাতাটির মত ভিজে ভিজে-
আমায় ডাকো;
নিঃশ্বাসের মত ঘন হয়ে ওঠো
আমি শাওয়ার মেলে বসে থাকি
চান ঘরের ঘ্রান উপেক্ষিত থাক
সেই সাহস নেই আমার
সোপ বারে দুটো চুল
একা একা থাক
এটা ভাবতেই ঘিরে থাকে
এত সব বিষন্ন
ঝুল্লূম চুল্লী তোমার কাঁচের লাল চুড়ি
উপেক্ষিতা
ওই দুটো
একা একা স্মৃতি পাহারায়
তুমি ভিজে থাকো
আমি চান ঘরের ঘ্রান
নিতে থাকি