আজ রাতে কোন ট্রাম নেই;
উচ্ছিষ্ট-নিকৃষ্টের জন্য যেমন,
বুভুক্ষু কাকের এক চিলতে দুপুর
তেমনি সারা গায়ে লেপ্টে থাকা
আকাশটার নিচে আমি একা
কিন্তু হায়! আজ রাতে কোন ট্রাম নেই

কারো শরীরে অন্যকারো মুখ;
ভুল দেবতাদের মত-
আমার ভুল থেকে যায় "শাশ্বত"
আমি জানি আজ রাতে
একশ ট্রাম এলেও আমার মৃত্যু নেই
এতটাই কাপুরুষ আমি,
হীন।
শেষ চেষ্টা তবু,
কিন্তু হায়! আজ রাতে কোন ট্রাম নেই