ট্রাটোস্ফিয়ারে ক্রিম ক্রিম সন্ধ্যা শেষে
আরেকটা স্যাকারিনের রাত,
আরেকটা সময়
যখন তুমি চুলে হাত বোলাও,
আঙ্গুলে আঙ্গুল ঘসো,
দুয়েক বার হা করে অক্সিজেন টেনে নাও,
বালিসে মুখ গুঁজে ঘুমিয়ে পড়ো;
ব্যতিক্রম দু'এক দিন হতেই পারে
ব্যতিক্রম শুধু আমার হয়না
প্রতিদিন বহন করি নিজেকে
ক্লান্ত হই, বিশ্রাম নেব ভেবে
চোখ বন্ধ করে-
ঠিক এই মুহূর্তের তোমাকে
অনুভব করার চেষ্টা করি;
ভেবে নেই তুমি চুলে হাত বুলাচ্ছ,
আঙ্গুলে আঙ্গুল ঘসছ, নিঃশ্বাস নিচ্ছ,
ঘুমাচ্ছ; বেঁচে আছো সর্বোপরি।
অথচ এটা হতেই পারে
তুমি তখন-
শখের পুতুল হারিয়ে ফেলে
মুখ লুকিয়ে কাঁদছ