আয়না ভেঙে গেলে
অব্যাক্ত মুখ
কোন কথা রাখে নাতো
শামুকের খোলে
কত শব্দ, কত ধ্বনি
কই কেউতো তাকে শেখায়নি!
পায়ে লেগে থাকা
চিকচিকে বালি
প্রবাহিত হত কোন
পাথরের ধমনীতে
ক্ষয়ে ক্ষয়ে নিয়তির পুরান
কতটা অসহায় করেছে তাকে
কই তবুও সে ফুরিয়ে যায়নি
তবে আমি কেন যাবো?
আয়ানা ভেঙে গেলে
অব্যাক্ত থাকে সবি
কোন কথা রাখে নাতো