মৌচাক থেকে ভিসি চত্বর,
পুরো বাহান্ন পৃষ্ঠা;
শুরু থেকে ভালোবাসি

কাঁচ ভাঙ্গা বাস ডিপো
ওটা হাহাকার;
রেড লাইট দেখিও না
যেতে দাও

জটাধারীর চায়ে ফুঁক
ওটা বিষন্ন;
তাকিয়ো না
বরং ক্যাফেটেরিয়ার ঘ্রান নাও

আমি লীন;
মৌচাক থেকে ভিসি চত্বর
পুরো বাহান্ন পৃষ্ঠা
তবু শুরু থেকে ভালোবাসি