দেয়ালের পিঠে বুদ হয়ে বসে আছে
তিন আবেগিয় গাধা;
মধ্যাহ্নের তেতো রোদ
ঝাঁঝাঁ করে
বহইয়ে ডাল-পাতা-ডালে
প্রশান্তি এনে দেয়
আর মেঘ ছুয়ে আসা
এই একটু খানি বাতাস
ধূলো মলিন চুলে আছড়ে পড়ে;
নিঃশব্দে
ঠিক যতটা প্রয়োজন
ব্যথা পুষে নিতে
কুঁজো হয়ে বসা তিন মুখ
মুখোমুখি-
হাতে নক্ষত্রাদি
ফুল্কি; পুড়ে যাওয়াই যার নেশা।
ফুসফুসে উন্মাদনা
প্রস্তর যুগের নৃত্যশৈলি
আর হৃদয়?
ভেজা ভালোবাসায়
যদিও সে আসেনি