বনলতা সেনকে খুঁজি না আমি
খুঁজিতে যাই না প্রমীলা দেবীকে
এই হৃদমাঝার পূর্ণ হয়েছে
শিল্পীর আঁকা তোমার ছবিতে…

সেথায় গড়েছো বসত তুমি
উঁকি দিয়ে যাই বার বার
এরই নাম হয়তো কাছে আসা
কিংবা দূরে থাকা অবিরাম!

জীবন নামক নাট্যশালায়
চলে তোমার আমার কত ভান
পাই যে খুঁজে পরমাত্মার সুখ
এরই নাম বুঝি সুখটান…

সুখটানের নেশায় যাযাবর এ জীবন
থেমেছে গিয়ে পথের বাকে
পথ তো খুঁজে সুদূরে তোমায়
ক্লান্ত এ পথিক শুধু চেয়ে থাকে।

কবিতায়নঃ ১৬ জানুয়ারি, ২০১৯