সম্মুখভাগে চাহিয়া দেখি
তোমার ঐ বদনখানি
নয়নে নয়ন রাখিয়া কথা দিলাম;
বাধিয়া রাখিবোই আমি।

পরাণো চায় পাখি হইয়া
উড়িয়া যাইবো নীল গগনে
হারাবো তোমাতে দিবানিশি
প্রকাশ্যে কিংবা সঙ্গোপনে!

আঘাত হানিয়াছি মৃত্যুর দুয়ারে
ভয় নেই তবু পিঞ্জরায়
ভালোবাসা যেখানে আকাশসমেত
মৃত্যু কি তাতে অন্তরায়!

আলতো ছোয়ার হালকা আবেশ
জাগ্রত নেশা শুকটানের
আজো মিটেনি নেশা, কাটেনি ঘোর
দাহ্য হৃদয়টা শুধু অগোছালো অস্তিত্বের…

কবিতায়নঃ ৩০ এপ্রিল, ২০১৯