স্বপ্নে বিভোর দুটি আঁখিতে
হানাদেয় মাঝরাতে নিরবতা,
শৃঙ্খলতার দ্বারে বন্দী এ জীবন
বারে বারে মুক্তি খুঁজে ফিরি অযথা…

আঁখি মেলে চেয়ে দেখি তোমারই প্রতিচ্ছবি
যেখানে ফুল কিংবা পাখি নয়
কেবল তুমি কবিতা আর আমি কবি!

কবি!
সে তো বহুদূরে, আছি তারই আশায়
জানো কি তুমি?
বেধেছি তোমায় বাহুডোরে, এক বুক ভালোবাসায়।

ভালোবাসা!
সে তো অমর। কখনো কবির তৈরি কবিতা,
আবার কখনো শিল্পীর রংতুলির ছোয়া।
ভালোবাসায় হয়েছো তুমি
তুলসী পাতা, আবার কখনো বা দুধে ধোয়া।

কবিতায়নঃ ১৮ নভেম্বর, ২০১৮