তারপর…
হঠাৎ একদিন,
দু'দণ্ড শান্তির আশায় বনলতা সেনের হাতটি ধরে
হারিয়ে যাবো দূরে কোথাও!
আমি আর থাকবোনা!
শুনছো?
তোমার বাড়ির চৌকাঠটি,
আমি আর মাড়াবো না!
জীবনের জলসাঘরে যে প্রদীপ জ্বলেছিলো,
তাতে আজ নেই কোনো আলো!
আলো ভেবে আলেয়ার পেছনে ছুটেছি জীবনভর!
কিন্তু মিলেনি আলোরই দেখা!
তুমি জানবেনা,
ইট-পাথরে ঘেরা মমতাহীন এই শহরটা আজ
বড্ড বেশি কাঁদায়!
যেখানেই খুঁজে ফিরি সুখের আশা
সেখানেই মিলে গুটিকতক ধুম্র কুয়াশা!
তবুও আমি পথ হাটি, খুঁজে ফিরি নীড়
যেখানে সীমান্ত মিলে হারায়েছে তীর!
হয়তো সেদিন হারিয়ে যাবো
পেছনে ফেলে কিছু স্মৃতি!
সেদিন শূন্য হাতে অপলক চোখে
তাকিয়ে দেখা ছাড়া
কিছুই করার থাকবে না তোমার… … …😒
কবিতায়নঃ ০৫/১২/২০২৩