সমূদ্র সফেন কান্ডারী আমি, যাই ভেসে আনমনে
উড়ুউড়ু মন যে আমার দোলা দেয় ক্ষণে ক্ষনে,
তব পিপাসা মিটেনা কভু বারে বারে আসি ফিরে
ক্লান্ত এক পথিক আমি, সুখ খুজিঁ সমূদ্র তীরে…

মনের নোঙরে আছড়ে পড়ে ঢেউ,
হৃদমাঝারের জাহাজ হয়েছে দিকবিদিক
দক্ষিণা হাওয়ায় ভাসিয়েছি পাল
নাবিক যে আমার বড্ডই বে-রসিক!

ওগো হাওয়া থামো তুমি, একটু ছোয়া দাও মনের গালিচায়
ভাসিয়ে ভেলা মনের সুখে দুলবো দুজন আনমনে
তোমার আলতো ছোয়ায় কাটবো সাতার
হারিয়ে যাবো দিগন্তের ঐ জলরাশি সীমান্তে।

কবিতায়নঃ ৬ মার্চ, ২০১৯