শিমুল বলেছিলো, প্রিয় তুমি চলে এসো;
ছুটে চলে গিয়েছিলাম মনের টানে
হারিয়ে গিয়েছিলাম তোমার অন্ধ প্রেমে!
শিমুল ডেকেছিলো বসন্তের প্রথম প্রহরে
বলেছিলাম, আমি তো বসন্তের কোকিল নই!
প্রত্যুত্তরে বললো; কোকিল নয়, হৃদ্য হয়ে এসো!
ঝড়ে যায় ফুটন্ত শিমুল, পড়ে থাকে ফুল
কখনো প্রেমিক জুটি, কখনোবা টোকাই
যত্ন করে তুলে নেয় বুকের পাঁজরে!
এতেই ফুলের সার্থকতা, পায় পূর্ণতা…
ভালোবেসে সখি তোমায় রেখেছি যতনে
শিমুল কিংবা পদ্মফুল কি বা যায়-আসে তাতে
মনের বাগানের শিমুল করে রাখবো নিশি দিন
পিঞ্জিরার মাঝে টিকটিক বাজে সেথায় অমলিন!
কবিতায়নঃ ২২/০২/২০২১