মনের কোণে অচিন দেয়াল
দেয় না ধরা এক মনে,
দেয়ালের কানে শুনি যে কথা
বিপ্লবের ধ্বনি ক্ষণে ক্ষণে!
যাচ্ছে জীবন চলে যাক
জীবন খাতায় হিসেব শূন্য,
মলিন মুখের অপ্রিয় সত্য
পাইনা খুঁজে কোনো পূণ্য।
হাজার বছরের দেয়াল ভাঙ্গবো
শঙ্খচিলের ডানায় উড়িতে,
পাখির চোখে দেখবো না হয়
উড়বো বিশাল ঘুড়িতে!
গোধূলি বেলায় ফিরবো নীড়ে
ক্লান্ত পথিকের অসাড় শরীরে,
লাভ ক্ষতির হিসাব কষতে
হারিয়ে যাব মহাকালের ভিড়ে!
কবিতায়নঃ ০৭ আগষ্ট, ২০২৪