নিশাচর আমি!
কারনে-অকারণে রাত জাগি,
আবার কখনোবা রাতকে জাগাই!

বিনিদ্র রজনীগুলো স্মৃতির আলিঙ্গনে
আছড়ে পরতে চায় তোমার বাহুডোরে!
অশান্ত মন, প্রশান্তির খোঁজে
ডুব দিতে চায় অথৈ প্রেম সাগরে!

বেহুলা নও তুমি, নই আমি লখিন্দর!
তবুও প্রেম সাগরের অথৈ ভেলায়
সাজিয়েছি তোমার-আমার বাসরঘর!

ওহে প্রিয়দর্শিণী…
সর্প হয়ে দংশিব তোমায়, ওঝা হয়ে ঝাড়িবো
নিশি রাতে শশী হবো, তোমার মাঝেই লুকাবো!

কবিতায়নঃ ২১/১১/২০২১