অর্থহীন কিছু কথা
হৃদয় স্নিগ্ধ কিছু ব্যথা,
মনের ক্যানভাসের ফ্রেম-
এই নিয়ে হয় প্রেম।

প্রেম মানে কল্পনার আকাশে জাল বুনে
আল্পনার রং-তুলির আঁচড় কেটে,
স্বপ্নের মাঝে ভেসে গিয়ে, হৃদয় স্পর্শ
কিছু হায়াস্নিথের ঘ্রাণ।

প্রেম মানে চৈত্রের দুপুরে
খালি পায়ে মাঠে হাঁটা,
হয়তো কিছু কথোপকথন
সবশেষে কিছু নিঃশব্দ ব্যথা।

প্রেম মানে তীর্থযাত্রা
ভালোবাসা বুকে নিয়ে,
বাদুড়ের মতো ছুটে চলা
অদম্য সাহসের পথ জয়ে।

প্রেম মানে বিকেলের ঘুড়ি
আর ফুরফুরে কিছু বাতাস,
হয়তো মন পবনের নাওয়ে
রঙিলা মাঝির আভাস।

প্রেম মানে ভোরের আকাশে
সূর্য উদিত হওয়া,
আঁধারের আভাসটাকে মৃদু করে
দুঃখটাকে গিলে খাওয়া।

প্রেম মানে আঁধার রাতে
তোমায় নিয়ে স্বপ্ন দেখা,
তারার সাথে আলাপন, আর
জোছনার মাঝে নিরবতা।

প্রেম মানে তুমিহীনা
একা একা এই আমি,
জীবন নামক যন্ত্রণার কারাগারে
নস্টালজিয়া এক আসামী।।

কবিতায়নঃ ২৪শে নভেম্বর, ২০০৭